পটুয়াখালী প্রতিনিধি
নিজ থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেছেন পটুয়াখালীর বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম।
ওসি মনির জানান, গতকাল মঙ্গলবার সকাল ১০টা ১১ মিনিটের সময় নিজেকে শাহিন পরিচয় দিয়ে ০১৭৫২১৮৩৬১৬ নম্বর থেকে ওসির সরকারী মোবাইলে ফোন করা হয়। এ সময় মামলা সংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে নানাবিদ কথাবার্তা হয়। এক পর্যায়ে তার কাছে জবাবদিহিতা চায় শাহিন। এতে নিজেকে নিরাপত্তাহীন মনে করে বিষয়টি সাধারণ ডায়রিতে অন্তর্ভূক্ত করেন ওসি।
অপরদিকে সহকারী পুলিশ সুপার বাউফল সার্কেল এর মোঃ ফারুক হোসেন জানান, ফোন দাতা শাহিনের নামে ৫টি মামলা চলমান। দীর্ঘদিন ধরে মামলাগুলো পেন্ডিং ছিল। সম্প্রতি সেই মামলাগুলোর চার্জশীট হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে কিছু উল্টাপাল্টা কথা বলেছে শাহিন। এই যেমন, আপনার বিরুদ্ধে রিট করবো, ওপর মহলে আপনার নামে অভিযোগ করবো ইত্যাদি ইত্যাদি। এসব বিষয় নিয়ে ওসি সাহেব সাধারণ ডায়েরি করেছেন বলে জানান সহকারী পুলিশ সুপার।
এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি কেন? এমন প্রশ্নের উত্তরে সহকারী পুলিশ সুপার জানান, বিষয়টি হালকা ভাবা ঠিক না তাই। তাছাড়া এলাকায় ওই শাহিনের ব্যাপারে কেউই ভাল বলেনা জানান তিনি।
Leave a reply