আফগানিস্তানে বেসামরিক নাগরিকদের খুন ও তথ্য লোপাটের অভিযোগ

|

আফগানিস্তান যুদ্ধে অসংখ্য বেসামরিক নাগরিককে হত্যা করে তথ্যপ্রমাণ গোপন করেছে ব্রিটিশ সামরিক কর্মকর্তারা। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানায়।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, নিরপরাধ ও নিরস্ত্র আফগান নাগরিককে সন্দেহ হলেই খুনস করতো যুক্তরাজ্যের বিশেষ বাহিনীর কর্মকর্তারা। ওই বাহিনীর বিরুদ্ধে বেআইনি হত্যার অভিযোগ এনে ২০১৯ সালে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে বিবিসি প্যানোরামা এবং সানডে টাইমস।

আদালত ওই তদন্ত পর্যবেক্ষণ করছেন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাহিনীর ১১টি অভিযান অভ্যন্তরীণভাবে পর্যালোচনা করা হয়। যেখানে বিনা কারণে মানুষ হত্যার প্রমাণ মেলে। অথচ ওই অভিযান সংক্রান্ত সব ধরনের তথ্যপ্রমাণই ধামাচাপা দেয় তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply