যে ছবি দেখে অমিতাভকে প্রত্যাখ্যান করে বলিউড

|

বলিউডের সুদর্শন নায়ক বলতে ঠিক ষাট-সত্তরের দশকে যেটা বোঝাতো, সেটা মোটেই অমিতাভ বচ্চন ছিলেন না। সেই সময় ইন্ডাস্ট্রিতে লম্বা, একহারা গড়নের চেয়ে শশী কাপুর, রাজেশ খান্না, জিতেন্দ্রর মতো চেহারাসর্বস্ব নায়কদেরই দাপট ছিল।

তেমনই যুগে,  সেই ১৯৬৮ সালে বলিউডে প্রবেশের চেষ্টা করেন ৬ ফুট ২ ইঞ্চি দীর্ঘ অমিতাভ। চলচ্চিত্রে প্রথম কাজের সুযোগ পেতে বিভিন্ন স্টুডিওতে নিজের বায়েডাটার সাথে একটি ছবি অমিতাভ দিয়েছিলেন।

এতোবছর পর এসে সেই ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেন বিগ বি। তার সঙ্গেই তিনি লেখেন, এই ছবি দেখার সঙ্গে সঙ্গে বলিউড নির্মাতারা তাঁকে প্রত্যাখান করেন।

পরের ইতিহাস অবশ্য সকলেরই জানা। বলিউডে সুপারস্টার অমিতাভের ৫০ বছর পূরণ হতে চললো। পরিবর্তনশীল সময়ের সঙ্গে নিজেকেও প্রচুর ভেঙে গড়ে নিয়েছেন সিনিয়র বচ্চন।

ছবিতে সুদর্শন পুরুষ বলতে যা বোঝায়, সেটা ঠিক ছিলেন না অমিতাভ। বর্তমানের বিচারে অনেকটা রোগা, হ্যাংলা পাতলা লাগে তাকে। তারপরও খুব খারাপও লাগছিল না তাঁকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply