একই সিনেমায় অভিষেক হবে শাহরুখ-কন্যা আর অমিতাভের নাতির!

|

এক ছবিতেই অভিষেক হবে তিন স্টার কিডের। না, করণ জোহর নয়, এবারে পরিচালকের ভূমিকায় জোয়া আখতার। খবর বলিউড হাঙ্গামার।

১৯৬০ সালের সাড়া জাগানো আর্চিজ কমিকের বলিউড মিউজিক্যাল সংস্করণে এবার একসাথে দেখা যাবে শাহরুখ-তনয়া সুহানা খান, অমিতাভ বচ্চনের নাতি (মেয়ে শ্বেতা নন্দার ছেলে) অগস্ত্য নন্দা এবং প্রয়াত শ্রীদেবীর মেয়ে খুশি কাপুরকে। শুধু তা-ই নয়, সাইফপুত্র ইব্রাহিম আলি খানকেও।

জোয়া সম্প্রতি তার ইনস্টাগ্রামে কমিক চরিত্র ‘আর্চি’র একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লেখেন, এবার আর্চি আসছে দেশি রূপে। নেটফ্লিক্সে জনপ্রিয় আর্চিকে নিয়ে হাজির হতে চলেছি। সঙ্গে বলিউডের নতুন প্রজন্ম!

২১ বছর বয়সী সুহানা খান বর্তমানে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করছেন। লন্ডনে রোমিও-জুলিয়েট নাটকে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমাতেও দেখা গেছে তাকে। এদিকে অমিতাভের ২০ বছর বয়সী নাতি অগস্ত্য নন্দা পড়াশোনা করছেন যুক্তরাজ্যে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply