লক্ষীপুর প্রতিনিধি:
লক্ষীপুরে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় সানজিদা আক্তার ও ফামিদা নামের দুই স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় এরই মধ্যে ঘাতক ট্রাকচালক মহি উদ্দিনকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে লক্ষীপুর-রামগঞ্জ সড়কের পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহমিদা লক্ষীপুরের রায়পুর কেরোয়া ইউনিয়নের আলমগীর হোসেনের মেয়ে এবং ঢাকার সেগুনবাগিচা বেগম রহিমা হাই স্কুলের ৯ম শ্রেণির ছাত্রী। অন্যদিকে, সানজিদা একই এলাকার আরিফ হোসেনের মেয়ে এবং লক্ষীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, লক্ষীপুর শহরের ভাড়া বাসা থেকে মটরসাইকেল যোগে মেয়ে সানজিদা ও ভাগ্নি ফাহমিদাকে নিয়ে দাদার বাড়ি যাচ্ছিলেন আরিফ হোসেন। এ সময় মোটরসাইকের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক এসে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই শিক্ষার্থীর। তবে এতে সামান্য আঘাত পান আরিফ হোসেন।
এ ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক পিকআপসহ চালককে আটক করেছে। প্রতিবাদে আধঘণ্টা
সড়ক অবরোধ করে স্থানীয় বিক্ষুব্ধরা।
লক্ষীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ট্রাক চাপা পড়ে ঘটনাস্থলেই দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পিকআপ ও চালককে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a reply