দেশের জনগণের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই: ফখরুল

|

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

দেশের জনগণের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। আর সেই কারণেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (১৩ নভেম্বর) নয়াবাজারে ঢাকা মহানগর বিএনপির ৩৫ নং ওয়ার্ডের কর্মী সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, দেশের জনগণের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই। আর সেই কারণেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে।

তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া প্রয়োজন, তবে বর্তমান সরকার তা করছে না এমনই অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় থাকলে নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply