ট্রাম্পের সাবেক উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ গঠন

|

ছবি: সংগৃহীত

কংগ্রেস অবমাননার দায়ে অভিযোগ গঠন করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননের বিরুদ্ধে।

শুক্রবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

চলতি বছর ক্যাপিটল হিলে হামলার ঘটনায় কংগ্রেসকে সাক্ষ্য না দেয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে তার বিরুদ্ধে। এছাড়া হাউজের তদন্ত কমিটির কাছে প্রয়োজনীয় নথিপত্র দিতেও রাজি হননি তিনি। অভিযোগ প্রমাণিত হলে এক বছর পর্যন্ত জেল ও ১ লাখ ডলার জরিমানা হতে পারে তার।

গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে নজিরবিহীন হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। এ ঘটনায় তদন্ত শুরু করে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ।

গত মাসে মামলাটি বিচার বিভাগের কাছে হস্তান্তরের পক্ষে রায় দেন হাউজের সদস্যরা। স্টিভ ব্যাননের বিচারকাজের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করে মার্কিন বিচার বিভাগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply