বন বিভাগের অভিযানে হরিণের মাংস ফেলে পালালো পাচারকারীরা

|

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন চৌদ্দরশি বাজার থেকে রাস্তার উপর পড়ে থাকা ককসিট ভর্তি হরিণের মাংস উদ্ধার করেছে বন বিভাগ। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চৌদ্দরশি বাজারে এই ঘটনা ঘটে।

তবে, নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, স্থানীয় এক আওয়ামী লীগ নেতার লোকজন কয়েকটি ককসিটে করে এসব হরিণের মাংস ঢাকার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পথিমধ্যে বনবিভাগের অভিযানের বিষয়টি টের পেয়ে তারা মাংসগুলো ফেলে পালিয়ে যায়।

বুড়িগোয়ালিনী ফরেস্ট (এস‌ও) সুলতান আহম্মদ শনিবার রাতে বিষয়টি স্বীকার করে জানান, হরিণের মাংস পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় চৌদ্দরশি বাজারে রাস্তার উপর থেকে ককসিটের মধ্যে রক্ষিত আনুমানিক ২০ কেজি হরিণের মাংস জব্দ করা হয়। তবে সেখান থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত হরিণের মাংসগুলো মাটিতে পুতে ফেলা হয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান বলেন, এসব মাংস সেখানে কীভাবে আসলো আর কারা এই হরিণ শিকার করেছে সেটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় বন আইনে একটি মামলা দায়ের করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply