এফবিআইর ইমেইল সার্ভার হ্যাকড

|

হ্যাকিংয়ের শিকার যুক্তরাষ্ট্রের শীর্ষ গোয়েন্দা সংস্থা এফবিআইর ইমেইল সার্ভার। শনিবার, সংস্থাটির পক্ষ থেকে নিশ্চিত করা হয় এ তথ্য।

এফবিআই জানায়, শুক্রবার রাতে হ্যাকিংয়ের শিকার হয় ইমেইল সিস্টেমটি। সার্ভার থেকে অন্তত এক লাখ স্প্যাম মেইল পাঠায় হ্যাকার গ্রুপটি। পরে বিষয়টি একটি ইমেইল স্প্যাম ওয়াচডগের নজরে এলে এফবিআইকে সতর্কবার্তা পাঠায় তারা।

তবে হ্যাকিংয়ের পেছনে কে বা কারা রয়েছে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি সংস্থাটি। এমনকি ইমেইল সিস্টেমে হ্যাকারদের অবস্থানের সময়কাল সম্পর্কেও স্পষ্ট তথ্য দেয়নি এফবিআই। তবে সংস্থাটির দাবি, সম্প্রতি নোবেলিয়াম নামে রাশিয়ার একটি হ্যাকার দলের বিরুদ্ধে সাইবার হামলার পূর্বাভাস দেয়া হয়েছিল তাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply