রাজধানীতে বাসের ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগ এখনও রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ তাদের। যাত্রীরা অভিযোগ করেন, স্টপেজ হিসেবেই ভাড়া তুলছে পরিবহন শ্রমিকরা। তবে পরিবহন সংশ্লিষ্টদের দাবি, চার্ট মেনেই ভাড়া নিচ্ছেন তারা।
এদিকে সিটিং ও গেটলক সার্ভিস উঠে গেলেও এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আদতে লোকাল সার্ভিস হয়ে গেলেও কিছু কিছু বাসে আগের চেয়ে বেশি ভাড়া নেয়ার অভিযোগ পাওয়া গেছে। অনেক ক্ষেত্রেই কিলোমিটার হিসেবে ভাড়ার বদলে সিটিং ভাড়ার সাথে বাড়তি টাকা যোগ করে ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গাড়ির গায়ে ডিজেল চালিত লেখা ও স্টিকার আর নেই অনেক গাড়িতেই। পরিবহন মালিক সমিতির স্টিকারের বদলে নিজেরাই এমন স্টিকার বসিয়ে নিয়েছে অনেক বাস।
তবে সঠিক নিয়মে ভাড়া আদায় করছে অনেক সিটিং সার্ভিসই।
Leave a reply