সবচেয়ে বড় অর্কেস্ট্রার সুর বাজিয়ে রেকর্ডের দ্বারপ্রান্তে ভেনেজুয়েলা

|

ছবি: সংগৃহীত।

সবচেয়ে বড় অর্কেস্ট্রার মাধ্যমে সুর বাজিয়ে বিশ্ব রেকর্ডের দ্বারপ্রান্তে ভেনেজুয়েলা। শনিবার (১৪ নভেম্বর) ১২ হাজার বাদককে নিয়ে রাজধানী কারাকাসে ছিল এ আয়োজন। উপস্থিত ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট। কদিনের মধ্যেই মিলবে ফলাফল।

১২ হাজার মিউজিশিয়ান একসাথে ছড়াচ্ছেন সুরের মুর্ছনা। লাতিন দেশ ভেনেজুয়েলায় ছিল সর্ববৃহৎ অর্কেস্ট্রার এ আয়োজন। নজরকাড়া অনুষ্ঠানের উদ্যোক্তা ‘এল সিস্তেমা’ সংগঠন। লক্ষ্য, বিশ্বের সবচেয়ে বড় অর্কেস্ট্রার মাধ্যমে সুর বাজিয়ে, বিশ্ব রেকর্ড গড়া।

পাঁচ মিনিটের বেশি সময়, একই তাল-লয়ে বাদ্যযন্ত্র বাজিয়েছেন শিল্পীরা। আগামী ১০ দিনের মধ্যে রায় জানাবে গিনেস কর্তৃপক্ষ। উৎসাহ যোগাতে সেখানে উপস্থিত ছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট।

ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ বলেন, অর্কেস্ট্রা আয়োজনের জন্য ধন্যবাদ। অংশগ্রহণকারী ছেলে, মেয়ে, শিশু সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ভেনেজুয়েলার জন্য তারা আরেকটি ইতিহাস গড়তে যাচ্ছে। প্রত্যাশা, সবচেয়ে বড় অর্কেস্ট্রা হিসেবে গিনেস রেকর্ডসে এটি নাম লেখাবে।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় অর্কেস্ট্রা’র রেকর্ড রাশিয়ার ঝুঁলিতে। দু’বছর আগে ৮ হাজার ৯৭ জন বাদক নিয়ে এমন আয়োজন করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছিল দেশটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply