ভোটকেন্দ্রে এখন আর ভোটার না চতুষ্পদ জন্তুরা যায়: রিজভী

|

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

ভোটকেন্দ্রে এখন আর ভোটাররা না চতুষ্পদ জন্তুরা যায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযোগ করেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে অন্যায়ভাবে ক্ষমতা দখল করে আছে আওয়ামী লীগ।

রোববার (১৪ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের উদ্যোগে মানববন্ধনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, সবার কাছেই এখন দৃশ্যমান দিনের ভোট রাতে হয়। ভোটকেন্দ্রে এখন আর ভোটাররা না চতুষ্পদ জন্তুরা যায়। এর থেকে বড় কোনো ষড়যন্ত্র আর হতে পারে না। এটা জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এটা মানুষের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র।

মানববন্ধনে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দি করে রেখেছে সরকার। অবিলম্বে খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি দাবি করেন তিনি। দাবি আদায় না হলে, জনগণকে সাথে নিয়ে রাজপথে নামার ঘোষণাও দেন বিএনপির এই নেতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply