অপরাধ করছি, ক্ষমা করে দিও। ঠিক এই বজরঙ্গবলীর পায়ে প্রণাম করে মূর্তির সামনে থাকা প্রণামী বাক্স নিয়ে চম্পট দিলো চোর! পুরো ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরায়। ঘটনাটি ঠাণের। সিসিটিভিতে চোরের কর্ম দেখে পুলিশও হেসে অস্থির।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানিয়েছে, ঠাণের নপাড়া এলাকায় একটি হনুমান মন্দিরে এই সপ্তাহের শুরুর দিকে চুরি হয়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মাস্ক পরে চোর মন্দিরে ঢুকে মোবাইল নিয়ে ব্যস্ত। মাঝেমধ্যেই এদিক ওদিক তাকাচ্ছে। আশপাশে কেউ আছে কি না ভালো করে কয়েক বার দেখে নিয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে রাখে সে।
তারপর ধীর পায়ে হনুমানের মুর্তির দিকে এগিয়ে যায় সে। মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করে। তারপর প্রণামী বাকসো দুই হাতে তুলে নিয়ে মন্দির থেকে দ্রুত বেরইয়ে যায় সে। প্রণামী বাকসো চুরি হওয়ায় হুলস্থুল পড়ে যায়। পুরোহিত মহাববীরদাস মহারাজ থানায় অভিযোগ দায়ের করেন।
তদন্তে নেমে পুলিশ মন্দিরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। চোরের কর্মকাণ্ড দেখে তারা হতবাক হয়ে যায়। পুলিশ জানিয়েছে, গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।
২০১৯ সালে হায়দরাবাদে ঠিক একই রকম ঘটনা ঘটেছিল এক দুর্গা মন্দিরে। চোর মন্দিরে ঢুকে দুর্গার সামনে দুই হাত জোড় করে প্রার্থনা করে। তারপর মূর্তির পা ছুঁয়ে নমস্কার করে। কান ধরে ক্ষমা চায়। কপালে তিলকও কাটে। এসবের পর বিগ্রহের মুকুট চুরি করে পালায়। যাওয়ার আগে মূর্তির সামনে হাতজোড় করে ক্ষমা চাইতে দেখা যায়।
Leave a reply