প্রাণহানির ঘটনা নির্বাচনী সংঘর্ষের কারণেই কিনা খতিয়ে দেখা হবে: সিইসি

|

ফাইল ছবি।

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কয়েকটি স্থানে হতাহতের ঘটনা ঘটেছে, তার কোনোটাই প্রত্যাশিত ও কাম্য নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তবে ঘটনাগুলো নির্বাচনী সংঘর্ষের কারণে হয়েছে কিনা তা অনুসন্ধানের দাবি রাখে বলে জানান সিইসি।

সোমবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।

কে এম নুরুল হুদা জানান, নির্বাচনে সহিংসতা নিয়ে গণমাধ্যম বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তার, ব্যক্তিগত শত্রুতা, রাজনৈতিক কোন্দল ইত্যাদি দেখা গেছে। তবে এসব প্রাণহানির ঘটনার সবগুলো নির্বাচনী সংঘর্ষের কারণে হয়েছে কিনা তা অনুসন্ধানের দাবি রাখে বলে জানান সিইসি।

উল্লেখ্য, দেশে চলছে দশম ইউনিয়ন পরিষদ নির্বাচন। এরই মধ্যে দুই ধাপের ইউপি নির্বাচন হয়ে গেছে। আরও দুই ধাপের তফসিল ঘোষণা রয়েছে। তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপ ও আগামী ২৩ ডিসেম্বর চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply