বাংলাদেশের শিশুসুলভ ভুলে ফাইনালে শ্রীলঙ্কা

|

শেষ মুহূর্তের পেনাল্টি গোলে আরও একবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের। কলম্বোতে মাহিন্দ্রা রাজাপাকশে ৪ জাতি ফুটবল টুর্নামেন্টে শ্রীলংকার কাছে ২-১ গোলে হেরে বিদায় নিলো জামাল-তপুরা। ফাইনালে যেতে হলে এই ম্যাচ ড্র করলেই চলতো বাংলাদেশের।

খেলার ২২ মিনিটে লঙ্কান প্রবাসী ফুটবলার ওয়াসিম রাজেক দারুণ এক আক্রমণ করলেও গোল করতে সক্ষম হননি। তবে এর তিন মিনিটের মাথায় দারুণ ফিনিশিংয়ে উচ্ছাসে ভাসান স্বাগতিক সমর্থকদের।

এরপর দ্রুতই সমতায় ফেরার সুযোগ আসে বাংলাদেশের। তপু বর্মণের হেড গোললাইন থেকে হাত দিয়ে ফিরিয়ে লালকার্ড দেখেন ডাকসন পুসলাম। কিন্তু স্পটকিক উড়িয়ে মেরে হতাশা বাড়ান তপু বর্মণ।
১০ জনের শ্রীলঙ্কাকে এরপর চাপে রাখে বাংলাদেশ। কিন্তু রাকীব-ত্রিপুরাদের সহজ সব সুযোগ মিসে আসেনি কাঙ্খিত গোল।

বিরতির পর জুয়েল ও সুফিলকে বদলি হিসেবে মাঠে নামান কোচ লেমস। মাঠে তখন একক আধিপত্য লাল-সবুজ দলের। ৫১ মিনিটে তপুর হেড গোললাইন থেকে প্রতিহত করেন লঙ্কান গোলরক্ষক। ৭১ মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ইয়াসিনের ক্রসে জুয়েল রানার নিখুঁত ফিনিশিং। ফাইনালে যাওয়ার উচ্ছ্বাসে তখন গোটা দল। শেষ পর্যন্ত এই উচ্ছ্বাস রূপ নেয় বিষাদে। প্রতিপক্ষকে গোল উপহার দিয়ে। ম্যাচের শেষ মুহূর্তে ডি-বক্সে অপ্রয়োজনীয় হ্যান্ডবল করেন সাদ উদ্দিন। সফল স্পটকিকে সেই ওয়াসিম রাজেকই নিশ্চিত করেন লঙ্কানদের জয়।

ম্যাচশেষে বাংলাদেশ কোচ মারিও লেমোস বলেন, এমন শিশুসুলভ পেনাল্টি উপহার দেয়া কিংবা গোলের অসংখ্য সুযোগ নষ্ট করার পর পরাজয়টা আপনার প্রাপ্য। ফুটবলারদের মনোযোগের অভাব ছিল। তারা একই ভুল বারবার করছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply