রণক্ষেত্রে পরিণত হয়েছে পোল্যান্ড-বেলারুশ সীমান্তরেখা। মঙ্গলবার (১৬ নভেম্বর) অভিবাসনপ্রার্থীরা জোরপূর্বক প্রবেশের চেষ্টা চালালে তাদের ওপর চড়াও হয় পোলিশ সীমান্তরক্ষী বাহিনী।
মানবস্রোত ঠেকাতে তীব্র ঠাণ্ডার মধ্যেই জলকামান এবং টিয়ারগ্যাস ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাদের দিকে পাথর ছুঁড়ছিলো অভিবাসনপ্রার্থীরা। একইসাথে সীমান্তের কাঁটাতার অতিক্রমের চেষ্টাও করা হচ্ছিলো।
ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, জোটকে চাপে ফেলতেই সীমান্তের দিকে অভিবাসনপ্রত্যাশীদের ঠেলে দিচ্ছে অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো সরকার। পরিস্থিতি মোকাবেলায়, বেলারুশের ওপর শিগগিরই জোরালো নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত ইইউ। কারণ গেলো কয়েকদিনে দ্বিপাক্ষিক আলোচনা এবং বারবার আহ্বানের পরও টনক নড়ছে না বেলারুশ প্রশাসনের।
পোলিশ সীমান্ত সংস্থার দাবি, চলতি মাসেই ৫ হাজারের বেশি অভিবাসনপ্রার্থী জড়ো হয়েছেন সীমান্তে। গেলো বছর সংখ্যাটি ছিলো মাত্র ৮৮।
Leave a reply