শীতকালে খুশকির সমস্যা? বেশি টাকা খরচ না করেই দূর করুন সহজে

|

ছবি: সংগৃহীত।

শীত পড়তেই শুষ্ক হতে শুরু করে ত্বক ও চুল। খুশকির সমস্যাও বাড়ে। শীতকালের শুরু থেকেই এসব সমস্যা নিয়ে রাতের ঘুম হারাম হয় অনেকের। নানা উপায়ে খুশকি তাড়ানোর চেষ্টা করে থাকেন। কিন্তু বাজার থেকে কেনা রকমারি শ্যাম্পু সব সমস্যার সমাধান করতে পারে না। তাহলে উপায়?

আনন্দবাজার পত্রিকার টিপস বলছে, খুশকির সমস্যা দূর করা যেতে পারে আরও অনেক সহজ উপায়ে। এ সমস্যা দূর করতে আর অর্থ ব্যয় না করে আপনার রান্নাঘরেই পাওয়া যায় এমন উপাদান দিয়ে সহজেই মিলবে সমাধান। আর এই জাদুকরী উপাদাটি হলো তেজপাতা।

কীভাবে খুশকি দূর করতে ব্যবহার করবেন তেজপাতা? কয়েকটি তেজপাতা প্রথমে গুঁড়া করে নিতে পারেন। সেই গুঁড়া মিশিয়ে নিন টক দইয়ের সাথে। এই দুটি উপাদান ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিন চুলের প্যাক। এই প্যাক একটি পাত্রে করে ফ্রিজে রেখে দিন। রোজ গোসলের আগে প্যাকটি মাথায় মেখে মিনিট দশেক রাখুন। তার পরে শ্যাম্পু করে নিতে নিন। কয়েক দিনেই দূর হবে খুশকির সমস্যা। খতিয়ে দেখে নিতে পারেন আজ থেকেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply