‘শিক্ষার্থীদের ক্ষতি পোষাতে নতুন শিক্ষাক্রমের কথা ভাবছে সরকার’

|

শিক্ষা উপমন্ত্রী মহিবুল আলম চৌধুরী এমপি

স্টাফ করেসপনডেন্ট, নেত্রকোণা:

করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিয়ে নতুন শিক্ষাক্রমের রূপ রেখা তৈরির কথা ভাবছে সরকার। ধাপে ধাপে সিলেবাস তৈরি করে তা কার্যকর করা হবে। এসএসসি পরীক্ষার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পরিদর্শনে এসে এ কথা বলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল আলম চৌধুরী এমপি।

নেত্রকোণায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্বিবিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করে উপমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ের ভূমি উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও জনবল নিয়োগ সহ সমস্ত কার্যক্রম এগিয়ে যাচ্ছে বলেও তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিক উল্লাহ খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুব্রত কুমার আদিত্য, জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply