করোনার টিকাসহ বিভিন্ন ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে দেশেই আন্তর্জাতিক মানসম্পন্ন ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, মহামারি শুরুর পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে ভ্যাকসিন আবিষ্কার ও উৎপাদনের গুরুত্ব বেড়ে গিয়েছে। এমন অবস্থায় ভ্যাকসিন নিয়ে উন্নত গবেষণা ও উৎপাদনের প্রয়োজনীয়তা পূর্বের চেয়েও বেশি অনুভূত হচ্ছে। তাই করোনা ছাড়াও অন্যান্য ভাইরাসের ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে আন্তর্জাতিক মানসম্পন্ন ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠার কথা ভাবছে সরকার। এছাড়াও ভ্যাকসিন নীতিমালা প্রণয়নের পরিকল্পনাও সরকারের রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
পরিকল্পনায় থাকা ওই ভ্যাকসিন ইনস্টিটিউট এবং এ সম্পর্কিত নীতিমালা প্রণীত হলে কী কী সুবিধা পাওয়া যাবে সেই তথ্যও সংসদে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
পরবর্তীতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও টানা চারবারের সংসদ সদস্য মো. একাব্বর হোসেনের জীবনের ওপর আলোচনার শেষে সংসদ মুলতবি হয়।
Leave a reply