২৩টি রাষ্ট্রের জোট আইওরা’র ‘চেয়ার’ নির্বাচিত হলো বাংলাদেশ

|

ভারত মহাসাগর উপকূলবর্তী ২৩টি রাষ্ট্র নিয়ে গড়ে ওঠা আঞ্চলিক সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওরা)-এর ২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এর ‘চেয়ার’ নির্বাচিত হলো বাংলাদেশ। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মেরিন অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলম এ তথ্য জানান।

খুরশেদ আলম জানান, আগামী দুই বছরের জন্য সংস্থাটির প্রধানের দায়িত্বে থাকবে বাংলাদেশ। পাশাপাশি রাশিয়া আইওরার ১০ম ডায়ালগ পার্টনার হিসেবেও বাংলাদেশের নির্বাচিত হওয়ার কথা জানান তিনি।

উল্লেখ্য, ১৭ নভেম্বর থেকে ঢাকায় আইওরার ২১তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখান থেকেই এলো এই ঘোষণা। সংগঠনটির ওয়েবসাইটে বলা হয়েছে, সদস্য দেশগুলোর মধ্য থেকে নিজেদের পছন্দের ভিত্তিতে একটি দেশ ‘চেয়ার’ নির্বাচিত হয়। তবে একাধিক মনোনয়ন থাকলে বা কেউ নাম না দিলে ভৌগোলিক অবস্থান অনুসারে নির্বাচিত হয় নেতৃত্বদানকারী দেশটি।

আয়োজিত সেই সংবাদ সম্মেলনে খুরশেদ আলম ছাড়াও বক্তব্য দেন- পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply