হাফ ভাড়া না নিয়ে জবি ছাত্রীকে লাঞ্ছনার প্রতিবাদে বাস ভাঙচুর, সড়ক অবরোধ

|

সহপাঠীকে লাঞ্ছনার প্রতিবাদে রাজধানীর ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাস ভাঙচুর ও রাস্তা অবরোধ করে জবি শিক্ষার্থীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর হাফ পাস ভাড়া না নেয়াকে কেন্দ্র করে ও তাকে লাঞ্ছনার ঘটনায় বাস ভাঙচুর করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় জবি’র এক শিক্ষার্থীকে পুলিশ আটক করলে সড়ক অবরোধ করে দেয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া গাড়ি ভাঙচুরের সময় বিহঙ্গ বাসের এক সহকারী গুরুতর আহত হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৮টায় শিক্ষার্থীদের এ অবরোধ শুরু হয়। রাত ২টায় প্রক্টরিয়াল বডির অনুরোধে পুলিশ আটক শিক্ষার্থীকে ছেড়ে দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, সকালে একজন জবি ছাত্রী বিহঙ্গ পরিবহনের একটি বাসে করে ক্যাম্পাসে আসার সময় সেই বাসের হেলপার তার সাথে অসৌজন্যমূলক আচরণ করে। এর জেরে, সেই বাস সন্ধ্যায় ক্যাম্পাসের সামনে আসলে ভিকটিমের সহপাঠীরা উত্তেজিত হয়ে বাস ভাঙচুর করেন। এ সময় সেখানে কর্তব্যরত পুলিশ এক ছাত্রকে আটক করে।

এতে উত্তেজিত হয়ে ক্যাম্পাসের সামনের রাস্তা অবরোধ করেন জবি শিক্ষার্থীরা। সেখানে চার ঘণ্টারও বেশি সময় ধরে চলে শিক্ষার্থীদের অবরোধ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply