সেনা শাসনের বিরুদ্ধে এখনও উত্তাল সুদান, নিহত আরও ১৪

|

ছবি: সংগৃহীত

সেনা শাসন বিরোধী বিক্ষোভে এখনও উত্তাল সুদান। বুধবার নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে নিহত হয়েছেন কমপক্ষে ১৪ জন। এই নিয়ে মাসব্যাপী আন্দোলন-সহিংসতায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৩৮ জনে। আহত হয়েছেন আরও শতাধিক।

সুদানে গণতন্ত্রের দাবিতে গতকালও রাজধানী খার্তুমের রাজপথে নামে হাজারো মানুষ। সেনাবাহিনীর ক্ষমতা দখলের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। আন্দোলনকারীদের হটাতে টিয়ার গ্যাস ও গুলি ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। একদিন আগেই বিচ্ছিন্ন করে দেয়া হয় মোবাইল সংযোগ।

এদিকে, গুলি ছোঁড়ার কথা অস্বীকার করেছে দেশটির পুলিশ। নিহতের ঘটনার তদন্ত হবে বলে দাবি করা হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনে।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর এক অভ্যুত্থানের মাধ্যমে সুদানের শাসনক্ষমতা দখল ও সরকার ভেঙে দেন সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল বুরহান।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply