তৃতীয় দিনের মতো কড়াইল বস্তিতে চলছে করোনার টিকাদান

|

তৃতীয় দিনের মতো রাজধানীর কড়াইল বস্তিবাসীদের করোনা টিকাদান কার্যক্রম চলছে।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর কড়াইল বস্তিতে শুরু হয় তৃতীয় দিনের এই টিকা কার্যক্রম।

তবে আজ ভিড় কম থাকায় বুথের সংখ্যা কয়েকটি কমানো হয়েছে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম নিবন্ধন সনদের মাধ্যমেই টিকা নিচ্ছেন। একাধিক কেন্দ্রে টিকা কার্যক্রম চালায় নির্বিঘ্নে চলছে কার্যক্রম। বস্তির আনসার ক্যাম্প কেন্দ্রটি আংশিক বন্ধ করে সেখানে রেজিস্ট্রেশনের কাজ চলছে। কড়াইল বস্তিতে ১১টি কেন্দ্রের ২৫টি বুথে টিকা দেয়া হবে। আর প্রতি বুথে ৬০০ জন করে টিকা পাবে। আগামী শুক্র, শনিবারও চলবে এই টিকাদান কার্যক্রম। কড়াইল বস্তির পর পর্যায়ক্রমে অন্য বস্তিগুলোতেও দেয়া হবে করোনার ভ্যাকসিন।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, বস্তিবাসীদের অ্যাস্ট্রাজেনেকা ও সিনোফার্মের টিকা দেয়া হবে। এছাড়াও গার্মেন্টস শ্রমিকদেরও একইরকমভাবে বিশেষ টিকা কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, দেশে এখন পর্যন্ত ৮ কোটির বেশি মানুষ করোনা টিকা পেয়েছেন। নিয়মিত টিকা কার্যক্রমে দৈনিক ১৫ লাখ মানুষকে টিকা দেওয়া হচ্ছে। বস্তিবাসীদের জন্য এই বিশেষ টিকা কার্যক্রম এই হিসেবের বাইরে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply