থামছেই না যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায়

|

যাত্রীদের জিম্মি করে আজও অতিরিক্ত ভাড়া আদায় করছে নগরীর বেশিরভাগ গণপরিপহন। ভাড়া নিয়ে অনেক ক্ষেত্রে যাত্রী ও বাস স্টাফদের মধ্যে বাগবিতণ্ডা এমনকি হাতাহাতির ঘটনাও ঘটছে।

গত কয়েক দিন ধরেই নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায় করছে বাসগুলো। এছাড়া ওয়েবিল ও গেটলক সার্ভিস বন্ধ ঘোষণা করার পরও চালু রেখেছে চালক ও পরিবহন কর্মীরা। বাস স্টাফরা বলছেন, মালিক পক্ষের নির্দেশে সিটিং সার্ভিস ভাড়া আদায় করা হচ্ছে।

অন্যদিকে বাড়তি ভাড়া না দিলে অনেক ক্ষেত্রে লাঞ্ছনার শিকার হতে হচ্ছে বলেও অভিযোগ করছেন অনেক যাত্রী।

গণপরিবহনে খারাপ আচরণ প্রতিরোধ ও হাফ ভাড়া বাস্তবায়নের দাবিতে দশটায় ঢাকা কলেজ এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় নিউমার্কেট ও আশপাশের এলাকায় ঘণ্টাখানেকের জন্য যান চলাচল বন্ধ থাকে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply