‘মন শুদ্ধ করতে’ প্রকাশ্যে গোবর খেলেন ভারতীয় চিকিৎসক

|

এতদিন লড়াইটা ছিল হিন্দুত্ববাদী ‘গোবর’ তত্ত্ব বনাম বিজ্ঞান তথা চিকিৎসাবিজ্ঞান। হয়তো সে দেয়াল ভাঙতেই মরিয়া ছিলেন ভারতের হরিয়ানার চিকিৎসক মনোজ মিত্তাল।

নতুবা অন্য চিকিৎসকেরা যেখানে বিজেপি নেতাদের গরুর গোবরের প্রতিষেধক ক্ষমতার কথা বারবার নাকচ করে আসছেন, সেখানে তিনিই বা কেন জনসমক্ষে গোবর খেয়ে সেটিকে মানসিক শুদ্ধিদাতা বলছেন?

সম্প্রতি সামাজিকমাধ্যমে বৃহস্পতিবার ভাইরাল হয়েছে চিকিৎসক মনোজ মিত্তালের গোবর খাওয়ার ভিডিও। সেইসঙ্গে বললেন, মানুষের দেহ, মন ও আত্মাকে পরিশুদ্ধ করতে সাহায্য করে গোবর। শুধু তা-ই নয়, তিনি বলেন, গর্ভাবস্থায় যদি নারীদের গোবর খাওয়ানো হয়, তবে নরমাল ডেলিভারিতেই তাদের সন্তান জন্ম নেবে, সিজারিয়ান অপারেশনের দরকার পড়বে না।

এদিকে গোমূত্রে ‘সোনা’ আছে বলেও মন্তব্য করেন মনোজ মিত্তাল। উল্লেখ্য, তিনিই প্রথম নন, এর আগে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাবেক সভাপতি ও বর্তমান সহ-সভাপতি দিলীপ ঘোষও একই মন্তব্য করেছিলেন।

ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সামাজিকমাধ্যমে উঠেছে আলোচনা-সমালোচনার ঝড়। এই চিকিৎসকদের লাইসেন্স কেড়ে নেয়ার দাবিও তুলেছেন কেউ কেউ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply