৪০ বছর পর শিরোপা খরা কাটালো মহামেডান

|

ছবি: সংগৃহীত।

১৯৮১ সালে শেষবার কলকাতা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মহামেডান। পরে কেটে গিয়েছে ৪০টা বছর। কিন্তু অধরা থেকে গিয়েছে লিগ। ২০২১ সালে অবশেষে নতুন করে লিগ জয়ের স্বাদ পেল সাদা- কালো ব্রিগেড।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) যুবভারতীতে ৪০ হাজার দর্শকের সামনে ৪০ বছর পর রেলওয়েকে ১-০ গোলে হারিয়ে কলকাতা লিগ না পাওয়ার আক্ষেপ মেটাল মহামেডান। এই নিয়ে ১২ বার লিগ জিতল মহামেডান।

এ দিন শুরু থেকেই দলের তিন সেরা অস্ত্র মার্কাস, আজহারউদ্দিন এবং ফৈয়াজকে নামিয়েছিলেন মহামেডান কোচ। আর এই তিন অস্ত্রের ছন্দময় সমন্বয়েই একেবারে শুরু থেকে দারুণ ছন্দে খেলা শুরু করে সাদা- কালো শিবির। ম্যাচের তৃতীয় মিনিটেই গোল তুলে নেন মার্কাস জোসেফ। 

গোটা ম্যাচে এই একটি মাত্রই গোল হয়েছে। জোসেফের গোলের পর মহামেডানও আর গোলের মুখ দেখেনি। ভালো খেলেও গোল করতে পারেনি রেলও। খেলার ফল ১-০।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply