প্রাণী নির্যাতন বন্ধে আইন পাশ করলো ফ্রান্স সরকার। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটি করে এই আইনটি পাশ হয়।
আইনটি পাশের ফলে আইনের আওতায় আসবেন প্রাণী নির্যাতনকারীরা।
এছাড়া পশু মালিকদের একটি চুক্তিপত্রে সাক্ষর করে নিশ্চিত করতে হবে, তারা পোষ্যের সকল চাহিদা পূরণ করবেন।
নতুন আইন অনুসারে ২০২৪ সালের মধ্যে দেশটিতে বন্ধ হবে পশু বেচাকেনা। কেবলমাত্র বেওয়ারিশ পশুগুলোকে দত্তক দেয়ার জন্য প্রদর্শন করানো যেতে পারে। আর আগামী দুই বছরের মাঝে সার্কাস ও এ ধরনের পশু প্রদর্শনীর মত আয়োজনও বন্ধ। তবে চিড়িয়াখানার ব্যাপারে স্পষ্ট করে তারা কিছু বলেছে কিনা জানা যায়নি।
Leave a reply