যুক্তরাষ্ট্র এবং চীনের পর এবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া। রাশিয়ার সংবাদ সংস্থা তাসের খবর।
অ্যাডমিরাল গরশকভ যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া হয় জিরকন নামের এই ক্ষেপণাস্ত্রটি। আর্কটিক সাগরে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে বলে জানিয়েছে মস্কো। শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতি সম্পন্ন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি কয়েক হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এমনকি লক্ষ্যবস্তুতে আঘাত হানার মাঝপথে কৌশল এবং পথ পরিবর্তন করতে সক্ষম এটি।
এর আগে রাশিয়ার বিরুদ্ধে স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনের অভিযোগ আনে যুক্তরাষ্ট্র।
Leave a reply