ফখর জামান ও খুশদিল শাহর ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছিল ধুঁকতে থাকা পাকিস্তান। আর পাকিস্তানের রান তাড়ায় এই ম্যাচে তাদের প্রধান ভরসায় পরিণত হওয়া ফখর জামানকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের জয়ের সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছেন তাসকিন আহমেদ। রোমাঞ্চকর সমাপ্তির দিকেই যাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
৬ ওভারে ২৪ রানেই ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের কাছে ম্যাচের নিয়ন্ত্রণও যেন হারায় পাকিস্তান। তারপর ফখর মানা ও খুশদিল শাহর ৫০ বলে ৫৬ রানের জুটিতে ১২৮ রানের মামুলি টার্গেটের দিকে এগোতে থাকে পাকিস্তান। কিন্তু বিপজ্জনক হতে থাকা ফখর জামান যখন তাসকিন আহমেদের শিকার হয়ে ফিরে যান, তখন ম্যাচ কিছুটা হেলে যায় বাংলাদেশের দিকে।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১৫.৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৮৪ রান। জয়ের জন্য এখনও তাদের দরকার ২৭ বলে ৪৪ রান।
Leave a reply