৬৫ হাজার নয়, এখন মাত্র ২৫ হাজারেই যাওয়া যাবে মালদ্বীপ

|

বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর ঢাকা থেকে মালদ্বীপে সরাসরি ফ্লাইট শুরু করলো বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা।

শুক্রবার (১৯ নভেম্বর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।

মন্ত্রী বলেন, এই ফ্লাইটের মাধ্যমে বন্ধুপ্রতিম দু’দেশের কর্মীরা কম খরচে যাতায়াত করতে পারবে। পাশাপাশি দেশের পর্যটন শিল্পের প্রসারে ভূমিকা রাখবে ইউএস বাংলার নতুন ফ্লাইট। উদ্বোধনী অনুষ্ঠানে মালদ্বীপের হাইকমিশনার শিরুজিমাথ সামিরসহ সিভিল এভিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউএস বাংলার ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, ওয়ান ওয়ের জন্য ৬৫ হাজারের পরিবর্তে এখন মাত্র ২৫ হাজার টাকায় টিকিট দেবে ইউএস বাংলা। তিনটি ফ্লাইট দিয়ে শুরু করলেও সপ্তাহে ৭ দিনই ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে তাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply