ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হেরজোগের সাথে ফোনালাপ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। এসময় দুই দেশের মধ্যে সম্পর্কসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন দুই নেতা।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বলেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তেল আবিব ও আঙ্কারার মধ্যে থাকা মতপার্থক্য, ভিন্নতাসহ চলমান বিভিন্ন সংকটের সমাধান করা সম্ভব।
অন্যদিকে ইসরায়েলি প্রেসিডেন্ট হেরজোগ বলেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য দুই দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকা প্রয়োজন।
এর আগে, গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ইসরায়েলি দম্পতিকে ছেড়ে দেয় তুরস্ক। প্রেসিডেন্ট এরদোগানের বাসভবনের ছবি তোলায় গুপ্তচরবৃত্তির অভিযোগে ওই দম্পতিকে আটক করা হয়।
Leave a reply