সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়

|

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৮-১৯ সালের নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থিরা নিরঙ্কুশ জয় পেয়েছে।

সভাপতি, সম্পাদকসহ ১০টি পদ জয়লাভ করেছে বিএনপি-জামায়াতপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। অন্যদিকে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ পেয়েছে ৪টি পদ।

সভাপতি ও সম্পাদক পদে এবারও নির্বাচিত হয়েছেন জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সভাপতি, সহসভাপতি দুটি, সম্পাদক, কোষাধ্যক্ষ, সহসম্পাদক দুটি ও সাতটি সদস্য পদসহ মোট ১৪টি পদে এক বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন তারা। এবার ৬ হাজার ১৫২ ভোটারের মধ্যে ভোট দেন ৪ হাজার ৮৬৫ জন। ভোট গ্রহণ হয় গত ২১ ও ২২ ফেব্রুয়ারি। ১৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৩ জন প্রার্থী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply