বিতর্কিত কৃষি আইন বাতিলের ঘোষণায় নজর কেড়েছে মমতার লেখা কবিতা

|

ছবি: সংগৃহীত।

ভারতে দীর্ঘ আন্দোলনের পর অবশেষে তিনটি বিতর্কিত কৃষি আইন বাতিলের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে পার্লামেন্টে এ আইন চূড়ান্তভাবে বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন কৃষকরা, পাল্টা ঘোষণা এসেছে এমনটাই। এ সবের মধ্যে এবার কৃষকদের এই আন্দোলন নিয়ে গোটা কবিতা বানিয়ে ফেলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। খবর ইন্ডিয়া টুডের।

কৃষি আইন প্রত্যাহার নিয়ে শুক্রবার (১০ নভেম্বর) সকালেই কৃষকদের অভিনন্দন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। এ বার এ নিয়ে কবিতা লিখলেন তিনি। সেখানেও কৃষকদের ‘সংগ্রামী’ অভিনন্দন জানিয়েছেন তিনি।

প্রথম থেকেই তৃণমূল ওই আইনের বিরোধিতা করে আসছিল। রাজ্যের বিধানসভা ভোটের প্রচারেও মমতা এ নিয়ে সরব হয়েছিলেন। এমনকি ওই সময় দলীয় প্রতিনিধি পাঠিয়ে দিল্লির সীমান্তে আন্দোলনরত কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। নিজেও মোবাইল ফোনে কথা বলেছিলেন কৃষক নেতাদের সাথে। তার পর শুক্রবার কৃষি আইন প্রত্যাহারের পরই টুইট করেছিলেন মমতা। এ বার কবিতা লিখলেন।

ওই কবিতায় মমতা এক দিকে যেমন কৃষকদের জয়ের প্রশংসা করেছেন, অন্য দিকে তেমনই নাম না করে বিজেপি-র ঔদ্ধত্য ও অহঙ্কার ভঙ্গ হয়েছে বলেও একটি লাইনে উদ্ধৃত করেন। শুক্রবার মুখ্যমন্ত্রীর নিজের সামাজিক মাধ্যমে এই কবিতাটি পোস্ট করেন। তার পর থেকেই আসতে আসতে নেটমাধ্যমে কবিতা ভাইরাল হতে শুরু করেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply