নিজ দেশে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই অবসর নেবেন ওয়েড

|

ছবি: সংগৃহীত

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবসর নেবার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েড। সেই সাথে ঘরের মাঠে ট্রফিটি ধরে রাখার প্রত্যাশাও তার।

অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া পরবর্তী বিশ্বকাপের দলে থাকাই এখন ওয়েডের মূল লক্ষ্য। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত খেলা ম্যাথু ওয়েডের জায়গা হয়নি অ্যাশেজ সিরিজে। মর্যাদার এই লড়াইয়ে টিম ম্যানেজমেন্টের আস্থা অ্যালেক্স ক্যারির ওপর।

৩৩ বছর বয়সী ওয়েডের ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘ হবার সম্ভবনা তাই খুবই কম। এমনটাই ধারণা করছেন ক্রিকেট বিশ্লেষকরা। তাই ফিটনেস ধরে রেখে ঘরের মাঠে বিশ্বকাপের পর ম্যাথু ওয়েড তুলে রাখতে চান অস্ট্রেলিয়ার জার্সি।

অজিদের হয়ে মোট ৩৬টি টেস্ট ম্যাচ খেলেছেন ম্যাথু ওয়েড। যেখানে তিনি চার সেঞ্চুরিতে রান করেছেন ১৬১৩। আর ৯৭ ওয়ানডেতে তার রান ১৮৬৭। যেখানে সেঞ্চুরি মাত্র ১টি থাকলেও হাফ সেঞ্চুরি আছে ১১টি। আর ৫৫ টি-টোয়েন্টিতে মোট রান করেছেন ৭২৯। ১২৭ স্ট্রাইকরেট ও বিশের বেশি এভারেজ নিয়ে এই রান তুলেছেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply