করোনা পজেটিভ কেভিন ডি ব্রুইনা

|

ছবি: সংগৃহীত

করোনা পজেটিভ হয়েছেন ম্যানচেস্টার সিটির তারকা প্লেমেকার কেভিন ডি ব্রুইনা। ইতিহাদে আগামী ম্যাচ সংক্রান্ত খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কথা বলতে গিয়ে এই তথ্যটি দিয়েছেন ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা। তিনি জানিয়েছেন, সামনের কয়েকটি ম্যাচ দলের প্রধান খেলোয়াড় ছাড়াই খেলতে হবে সিটিকে।

বিশ্বকাপ কোয়ালিফায়ার রাউন্ডের ম্যাচ খেলতে বেলজিয়াম গিয়ে সেখানেই করোনা আক্রান্ত হয়েছেন ডি ব্রুইনা, জানা গেছে এমনটা। পেপ গার্দিওলা বলেন, দুদিন আগেই ডি ব্রুইনার সাথে কথা হয়েছে আমার। সে জানিয়েছে তার করোনায় আক্রান্ত হওয়ার খবর। এখন ইংল্যান্ডেই আছে সে। আমি তার ফিটনেস ও ছন্দ নিয়ে এখন কিছুই ভাবছি না। বড় কথা হলো, সে করোনায় আক্রান্ত। তাই তার সুস্থতাই আমার কাছে গুরুত্বপূর্ণ। একজন মানুষের স্বাস্থ্যের চেয়ে কোনোকিছুই বেশি অগ্রাধিকার পাওয়া উচিত নয়।

পেপ আরও বলেন, একজন করোনা শনাক্ত হয়েছে। আমাদের তাই সতর্ক থাকতে হবে। কারণ, বিশ্বব্যাপী এই রোগে এখনও মানুষ মারা যাচ্ছে। ডি ব্রুইনা ভ্যাকসিন নিয়েছিল। আশা করি, সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে। আমরা কী মিস করতে যাচ্ছি বা ছন্দপতন ঘটবে কিনা আমাদের, সেসব আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। ব্যক্তিটাই গুরুত্বপূর্ণ আমাদের কাছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply