ঢাকা জেলার কেরাণীগঞ্জে অবস্থিত ‘ওয়ান টাইম’ নামের ফ্যাক্টরিতে লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় এ আগুনের সূত্রপাত হয় বলে জানা গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যায় কেরাণীগঞ্জের একটি ফ্যাক্টরিতে আগুন লাগে। খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে রাত ৮টায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
Leave a reply