ঘুষ ছাড়া পুলিশে চাকরি, উচ্ছ্বসিত নেত্রকোণার এক ঝাঁক তরুণ

|

মাত্র একশ টাকা খরচে স্বপ্ন পূরণ হলো নেত্রকোণার ৪৭ তরুণ-তরুণীর। ঘুষ-তদবির ছাড়াই পুলিশে চাকরি হয়েছে তাদের। মূল্যায়ন হয়েছে মেধা ও যোগ্যতার। পূরণ হয়েছে বাবা-মার স্বপ্ন।

মোহনগঞ্জের রিকশাচালক বাবার ছেলে কাউছার। পুলিশের চাকুরি নিশ্চিত করা পর্যন্ত তার খরচ হয়েছে মাত্র ১০০ টাকা। আর এর ফলে কেটে গেছে তার ভুল ধারণাটাও। কাউছারের মতো নেত্রকোণার আরও ৪৬ জনের চাকরি হয়েছে পুলিশে। যাদের বেশিরভাগই হতদরিদ্র পরিবারের সন্তান। ঘুষ-তদবির ছাড়াই সবার মিলেছে চাকরি। তাই, সবার মাঝেই উচ্ছ্বাস, খুশি অভিভাবকরাও।

স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে জানালেন নেত্রকোণার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি। নতুন সদস্যদের সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

গেল ১৫ নভেম্বর ঘোষণা করা হয় কনস্টেবল পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply