অসবুর্গের বিপক্ষে হোঁচট খেল বায়ার্ন

|

ছবি: সংগৃহীত

জার্মান লিগ বুন্দেসলিগায় ঘটে গেছে অঘটন। তুলনামূলক ছো্ট শক্তির দল অসবুর্গ ২-১ গোলে হারিয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে।

অসবুর্গের মাঠে আতিথ্য নিতে গিয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাভারিয়ানরা। ম্যাচের ২৩ মিনিটে ম্যাডস পিটারসেনের গোলে প্রথম লিড নেয় অসবুর্গ। বায়ার্ন সমর্থকদের হাতাশা মিটতে না মিটতেই ৩৬ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় অসবুর্গ। এবার স্কোর শিটে নাম তোলেন আন্দ্রে হাম। ২ মিনিট পর এক গোল শোধ দেয় বায়ার্ন। স্কোর শিটে নাম তোলেন রবার্ট লেভানডোভস্কি। কিন্তু ম্যাচের বাকি সময় আর কোন গোল আদায় করতে না পারায় মৌসুমে দ্বিতীয় হারের লজ্জা পায় বায়ার্ন মিউনিখ।

অসবুর্গের বিপক্ষে পরাজিত হলেও পয়েন্ট টেবিলে যথারীতি শীর্ষেই রইলো বায়ার্ন মিউনিখ। ১২ ম্যাচ খেলে ৯ জয়, ১ ড্র ও ২ হারে তাদের পয়েন্ট ২৮। আর জয় পাওয়া অসবুর্গের অবস্থান তালিকার ১৫ নম্বরে। ১২ ম্যাচে তাদের অর্জন ১২ পয়েন্ট। তালিকার দ্বিতীয় স্থানে আছে বুরুসিয়া ডর্টমুন্ড। ১১ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট আরলিং হল্যান্ডদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply