আন্তর্জাতিক বিরতির পরই ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে আজ মাঠে নামছে জায়ান্ট ক্লাবগুলো। খেলা আছে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও আর্সেনালের।
ইংলিশ প্রিমিয়ার লিগের বিগ ম্যাচে রাতে মুখোমুখি হবে লিভারপুল-আর্সেনাল। ঘরের মাঠের লড়াইয়ে গানারদের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে অলরেডরা। ইংলিশ লিগে দুই দলের ৫৪ দেখায় ২৩ জয় লিভারপুলের। আর্সেনাল জিতেছে ১৬ ম্যাচ। তবে এই ম্যাচের আগে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের দুশ্চিন্তার নাম ইনজুরি। চোটে মাঠের বাইরে ফিরমিনিয়ো, জো গোমেজ, নেভি কেইটা, জেমস মিলনার ও অধিনায়ক হ্যান্ডারসন। এই ম্যাচেও লিভারপুলের ত্রাতা হতে পারেন মোহাম্মদ সালাহ। গানারদের সাথে ৯ ম্যাচে ৭ গোল আর দুই অ্যাসিস্ট আছে এই মিশরীয় তারকার।
অন্যদিকে আর্সেনাল শিবিরে নেই তেমন ইনজুরি সমস্যা। চোট কাটিয়ে ফিরেছেন থমাসে পার্টে। সবশেষ লিগ ম্যাচের একাদশে খুব বেশি পরিবর্তন আনার কথা নয় আর্সেনাল কোচ আর্তেতার। আক্রমণের দায়িত্বে থাকবেন অবামেয়াং, ল্যাকাজেড ও সাকা।
ইপিএলের আরেক ম্যাচে রাত ৯টায় ওয়াটফোডের আতিথ্য নেবে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে সেরা ছন্দের খোঁজে থাকা রেড ডেভিলরা এই ম্যাচে ইনজুরির কারণে পাচ্ছে না একাধিক ফুটবলারকে। ইনজুরিতে রাফায়েল ভারান, এডিনসন কাভানি ও স্কট ম্যাকটমিয়াকে পাচ্ছে না রেড ডেভিলরা। নিষেধাজ্ঞার কারণে পল পগবারও সার্ভিস পাবে না সোলশায়ারের দল। ৩-৫-২ ফর্মেশনে এই ম্যাচে আক্রমণে রোনালদোর সঙ্গী হবেন মার্কাস রাশফোর্ড।
Leave a reply