ওমরাহ পালনে বয়সসীমা নির্ধারণ করলো সৌদি

|

ছবি: সংগৃহীত

পবিত্র ওমরাহ পালনে বিদেশিদের ক্ষেত্রে বয়সসীমা বেঁধে দিয়েছে সৌদি আরব। এখন থেকে ১৮ থেকে ৫০ বছর বয়সীরাই শুধু ওমরায় অংশ নিতে পারবেন।

গালফ নিউজ জানায়, বয়সের তথ্য-প্রমাণের পাশাপাশি করোনাভাইরাসের দুই ডোজ টিকার সনদ জমা দেয়াও বাধ্যতামূলক করা হয়েছে।

সৌদির ওমরাহ ও হজ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের অনুমোদিত টিকার সার্টিফিকেট জমা দিয়ে ভিসা নিতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন নিয়ম বহাল থাকবে বলেও জানানো হয়।

মাসখানেক আগে এক নির্দেশনায় বলা হয়, মক্কার মসজিদ আল-হারাম এবং মদিনার মসজিদে নববীতে ধারণক্ষমতার সম্পূর্ণ অংশে মুসল্লিরা যেতে পারবেন ও নামাজ আদায় করতে পারবেন। তবে সবাইকে মাস্ক বাধ্যতামূলকভাবে পরতে হবে। ওমরাহ যাত্রীরা বাস এবং প্রাইভেট কারের সম্পূর্ণ সিট ব্যবহার করতে পারলেও হোটেলে এক রুমে থাকতে পারবেন সর্বোচ্চ দুই জন।

এর আগে করোনো মহামারির কারণে দীর্ঘ ১৭ মাস বন্ধ থাকার পর ১০ আগস্ট থেকে বাংলাদেশিদের ওমরাহ হজ পালনের সুযোগ দেয় সৌদি সরকার। তবে যাত্রীদের জন্য করোনার দুই ডোজ টিকা বাধ্যতামূলক করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply