জার্মানিতে মসজিদে আগুন দেয়ার চেষ্টা

|

কোলোনের কেন্দ্রীয় মসজিদ।

জার্মানির কোলোনে একটি মসজিদে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করেছে এক দুর্বৃত্ত। এক নিরাপত্তা প্রহরি ওই দুর্বৃত্তকে কেরোসিন ঢালতে দেখে ফেললে সে পালিয়ে যায়। খবর আনাদোলুর। গত শুক্রবার।

পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার (১৯ নভেম্বর) ভোরে সন্দেহভাজন এক ব্যক্তিকে কোলোন কেন্দ্রীয় মসজিদে কেরোসিন ঢালতে দেখে ফেলেন এক নিরাপত্তা প্রহরী। তাকে নিবৃত করতে প্রহরী এগিয়ে আসার সময়ই কেরোসিনের গ্যালন ও মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত।

এ ঘটনার পর কোলোন কেন্দ্রীয় মসজিদের নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় পুলিশ। চেষ্টা চলছে আশপাশের সিসিক্যামেরার ফুটেজ দেখে অপরাধীকে শনাক্ত করার। ছবি ছাপিয়ে স্থানীয়দের কাছে সন্দেভাজনের পরিচয় জানতে আবেদনও জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের ধারণা, কট্টর ডানপন্থি এবং বর্ণবাদী দল নিও-নাজি গ্রুপ এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে। কোলোনের মুসলিম কমিউনিটির অভিযোগ, বহুদিন ধরেই মুসলিমদের জার্মান ছাড়ার জন্য বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে নিও-নাজি গ্রুপ।

উল্লেখ্য, জার্মানিতে বর্তমানে প্রায় ৫০ লাখ মুসলিম বসবাস করেন যাদের মধ্যে ৩০ লাখই তুর্কি বংশোদ্ভূত মুসলিম। আর নিও নাজি মনে করে জার্মান বাবা-মায়ের ঔরশজাত ছাড়া বাকি যারা জার্মানিতে এসেছে তারা সবাই অবৈধ অনুপ্রবেশকারী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply