পদক্ষেপ না নিলে মার্চের মধ্যে ৫ লাখ মৃত্যু হতে পারে ইউরোপে

|

জরুরি পদক্ষেপ না নিলে ইউরোপে মার্চের মধ্যেই আরও ৫ লাখ মানুষের মৃত্যু হতে পারে করোনাভাইরাসে। শনিবার (২০ নভেম্বর) এমন আশঙ্কা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে আঞ্চলিক পরিচালক ড. হ্যান্স ক্লুগ জানান, ইউরোপের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ডব্লিউএইচও। ক্লুগ বলেন, এই মুহূর্তে জরুরি ভূমিকা রাখতে পারে বাধ্যতামূলক মাস্ক পরিধান।

সম্প্রতি ইউরোপের কয়েকটি দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে করোনা সংক্রমণ। এজন্য অধিক সংক্রমণযোগ্য ডেল্টা ভ্যারিয়েন্টের প্রভাবকে দায়ী করছেন ড. হ্যান্স। এছাড়া শীতকাল ও টিকা গ্রহণের নিম্নহারও ভূমিকা রাখছে বলে মনে করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply