পাবনার মিনি গার্মেন্টসে আগুন, পুড়ে ছাই ২৫ লাখ টাকার মালামাল

|

পাবনা প্রতিনিধি:

পাবনা সদর উপজেলার জুটপট্রি এলাকায় এফ.এন.এ ফ্যাশান মিনি গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২০ নভেম্বর) দিবাগত রাত ৩টার সময় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান গার্মেন্টস এর মালিক ফয়সাল কবির নানক। এ ঘটনায় কারখানায় থাকা সকল মালামাল ও আসবাবপত্র পুড়ে গিয়েছে বলেও জানান তিনি।

নানক জানান, ঋণ নিয়ে গার্মেন্টসটি প্রতিষ্ঠা করেছিলেন তিনি। আগুনে সবকিছু পুড়ে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েছেন।

এ নিয়ে, পাবনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার জাকির হোসেন জানান, স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন করলে ঘটনাস্থলে একটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও জানান, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে। কারখানায় জুট কাপড় থাকায় দ্রুত অগুন ছড়িয়ে পড়ে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply