হামাসকে নিষিদ্ধ করবে ব্রিটেন

|

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন- হামাসকে খুব শিগগিরই নিষিদ্ধ করবে ব্রিটেন। পার্লামেন্টে এ বিষয়ক প্রস্তাব উত্থাপনের পর শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানালেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল।

ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, সন্ত্রাসবাদ নীতিমালায় সংস্কার আনার প্রস্তাব দিয়েছি পার্লামেন্টে। কারণ রাজনীতির আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে হামাস। এমনকি অত্যাধুনিক অস্ত্র প্রশিক্ষণেও এগিয়ে সংগঠনটি। তাই একে সন্ত্রাসী কালো তালিকাভুক্ত করতে চায় ব্রিটেন।

তিনি বলেন, ইহুদিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। কেননা হামাস বরাবরই ইহুদিবিদ্বেষী। দলটির জন্য স্কুল, রাস্তায়, উপাসনালয়ে এমনকি বাড়িতে ইহুদিরা আতঙ্কে থাকবেন, সেটা সহ্য করা হবে না।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply