ছাঁটাই হতে চলেছেন সুলশার!

|

দুঃসময় কাটছেই না সুলশারের। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের ১-৪ গোলে বিধ্বস্ত হবার পর চাকরি হারাতে যাচ্ছেন রেড ডেভিল ম্যানেজার ওলে গানার সুলশার। ব্রিটিশ বিভিন্ন সংবাদ মাধ্যমে এমনটাই জানানো হয়েছে।

ওয়াটফোর্ডের মাঠ ভিকার্ডো রোডে গতকালের (২০ নভেম্বর) ম্যাচে বড় ব্যবধানে পরাজয়ের মাধ্যমে শেষ ৭ ম্যাচের ৫টিতেই হারলো সুলশারের দল। চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের বিরুদ্ধে ৫-০ গোলে পরাজয়ের পরও সুলশারের উপরই ভরসা রেখেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ওয়াটফোর্ডের বিপক্ষে বাজে পারফরমেন্সে সহজেই মনে হয়েছে, রেড ডেভিল শিবিরকে আর অনুপ্রাণিত করতে পারছেন না সুলশার। গত ম্যাচের পর এক ভার্চুয়াল মিটিংয়ে তাই সুলশারকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বেশ কয়েকটি ব্রিটিশ সংবাদমাধ্যম।

জানা গেছে, ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা চলার সময়েই ম্যানচেস্টার ইউনাইটেডের কর্তাব্যক্তিদের মধ্যে এক ভার্চুয়াল মিটিং ডাকা হয়। ইংলিশ ক্লাবটির মালিক ম্যালকম গ্লেজার’সহ মিটিংটিতে আরও ছিলেন ইউনাইটেডের ম্যানেজিং ডিরেক্টর রিচার্ড আর্নল্ড, যিনি সুলশারকে ছাঁটাই করার ব্যাপারে বিভিন্ন শর্তাবলি তুলে ধরেন। জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানান, পাঁচ ঘণ্টার সেই সভায় সুলশারকে ছাঁটাই করার ব্যাপারে ঐক্যমতে এসেছেন সবাই। তবে সুলশারের সাথে আলোচনা করেই যাতে চুক্তি বাতিল করা যায়, সে ব্যাপারেও মতামত দিয়েছেন সবাই। কারণ, চুক্তি থাকা অবস্থায়ই সুলশারকে ছাঁটাই করলে ক্ষতিপূরণ বাবদ ইউনাইটেডকে গুণতে হবে ৭৫ লাখ পাউন্ড। সেটি নিশ্চয়ই রেড ডেভিলরা চাইবে না। কারণ, স্যার অ্যালেক্স ফার্গুসনের পর কোচের সাথে চুক্তি বাতিল করে কেবল ক্ষতিপূরণ বাবদই ম্যান ইউকে গুণতে হয়েছে ৩ কোটি ৬৫ লাখ পাউন্ড।

জানা গেছে, ক্লাবটির নরওয়েজিয়ান লেজেন্ড ওলে গানার সুলশারকে ছাঁটাইয়ের পর ইউনাইটেডের টেকনিক্যাল ডিরেক্টর ড্যারেন ফ্লেচার পালন করবেন অন্তর্বতীকালিন কোচের দায়িত্ব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply