মেরামতের সময় মোবাইল বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেছে। ভিয়েতনামের থাই এনগুয়েন শহরের একটি মোবাইল মেরামতের দোকানে এই ঘটনা ঘটেছে।এক ভিডিওতে এই দৃশ্য দেখা যায়। ভিডিওটি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।
গত ৫ নভেম্বর ভিয়েতনামের এনগুয়েন শহরের মোবাইল মেরামতের একটি দোকানে ওই ঘটনা ঘটে। অনলাইনে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে সেই ঘটনার ভিডিও সম্প্রতি প্রকাশ করেছে ভাইরালহগ নামের একটি চ্যানেল।
ভিডিওতে দেখা যায়, দোকানের একজন কর্মী মোবাইল ফোন মেরামত করছেন। এক পর্যায়ে তার হাতে থাকা ফোনটির প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। মোবাইলটি হাত থেকে দূরে ছুড়ে মেরে অল্পের জন্য রক্ষা পান ওই কর্মী।
ভিয়েতনামের এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একেবারে খালি হাতে মোবাইলটি মেরামত করছেন দোকানের কর্মী। সেখানে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর মোবাইলটিতে আগুন ধরে যায়। আতঙ্কিত ওই কর্মী তখন হাত থেকে মোবাইলটি দোকানের বাইরে ছুড়ে মারেন। বিস্ফোরণের সময় দোকানের অপর এক কর্মীকে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে যেতে দেখা যায়। সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ আহত হননি।
Leave a reply