আফিফের দিকে বল ছুড়ে মারায় শাহিন শাহ আফ্রিদির ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করায় জরিমানা করা হলো পাকিস্তানি এই পেসারকে।
আইসিসির আচরণবিধির আর্টিকেল ২.৯ এ বর্ণিত আছে, আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেটার, আম্পায়ার বা রেফারির দিকে অযৌক্তিক বা ঝুঁকিপূর্ণভাবে বল ছুড়ে মারা যাবে না। এই ধারাটি ভঙ্গের দায়েই শাহিন আফ্রিদিকে জরিমান করা হলো।
বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শাহিন শাহ আফ্রিদির বলে ছক্কা মারলে আফিফের উপর উত্তেজিত হয়ে পড়েন আফ্রিদি। পরের বলে আফিফের দিকে বল ছুড়ে মারেন তিনি। যার ফলে পায়ের গোড়ালিতে আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন আফিফ হোসেন। কিন্তু সাথে সাথেই নিজের ভুল বুঝতে পেরে আফিফের কাছে ক্ষমা চান আফ্রিদি। ম্যাচের পর আনুষ্ঠানিকতার অংশ হিসেবে হাতও মেলান আফিফের সাথে। তবে মাঠে অযাচিতভাবে শাহিন আফ্রিদির উত্তেজিত আচরণের সমালোচনা হয়েছে। এর আগে, অস্ট্রেলিয়ান পেসার জেমস প্যাটিনসনও ব্যাটারের গায়ে বল ছুড়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন।
Leave a reply