স্টাফ রিপোর্টার, মাদারীপুর:
তিউনিসিয়ায় ট্রলারডুবিতে প্রাণ গেল মাদারীপুরের দুই যুবকের। তাদের পরিবারে চলছে শোকের মাতম। এই ঘটনায় দালালদের বিচার দাবী করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।
স্বজনরা জানায়, মাদারীপুর সদর উপজেলার পশ্চিম খাগদী গ্রামের সাব্বির খান ও বড়াইলবাড়ী গ্রামের সাকিব তালুকদারসহ বেশ কয়েকজন ৬ মাস আগে ইতালি যাবার উদ্দেশে বাড়ি থেকে বের হয়।
শনিবার (২০ নভেম্বর) তাদের লিবিয়া থেকে অবৈধভাবে সমুদ্রপথে ট্রলারে যাত্রা করায় দালালচক্র। রাত ৮টার দিকে তিউনিসিয়ায় ভূমধ্যসাগরে ট্রলারডুবিতে মারা যান সাব্বির ও সাকিব।
এলাকাবাসী জানায়, চর-নাচনা গ্রামের দালালচক্রের সক্রিয় সদস্য সেকেন মোড়লের ছেলে আতিবর ও কাশেম এবং বড়াইলবাড়ী গ্রামের কবির মীরার ছেলে সবুজ ও সুমন ইতালি নেয়ার কথা বলে প্রত্যেকের পরিবারের কাছ থেকে সাড়ে ৯ লাখ টাকা করে নেয়। এ ঘটনায় দালালদের কঠোর শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তাফা রাসেল জানান, দালালদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a reply