নারীদের বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়ে দারুণ শুরু করলো টাইগ্রেসরা। পাকিস্তানের নারীদের করা ৭ উইকেটে ২০১ রানের জবাবে দুই বল বাকি থাকতে লক্ষ্যে পৌছে যায় নিগার সুলতানার দল।
হারারেতে টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দল। নাহিদা আক্তার আর রিতু মনির বোলিং তোপে ৪৯ রানেই ৫ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। তবে ৬ষ্ঠ উইকেট জুটিতে ১৩৭ রান করে ঘুড়ে দাঁড়ায় পাকিস্তান। নিদা দার ৮৭ আর আলিয়া রিয়াজের অপরাজিত ৬১ রানে ২০১ রানে থামে পাকিস্তানের ইনিংস।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে ফেরেন মুর্শিদা। এরপর শারমিন ৩১ আর ফারজানা ৪৫ রান করলেও জুটিটি ছিল ধীরগতির। একশো রানের কোটা পার করতে বাংলাদেশ খরচ করে ৩৭ ওভার। শেষ ১৩ ওভারে টাইগ্রেসদের জয়ের জন্য দরকার ছিল ১০২ রান। যেখানে রুমানা আহমেদের ব্যাটে ঘুড়ে দাঁড়ায় দল। তার ৪৪ বলে অপরাজিত ৫০ রানের সাথে রিতুর ৩৩ আর শেষ দিকে সালমা খাতুনের অপরাজিত ১৮ রানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
Leave a reply