ডিভোর্সটা জরুরি ছিল: আরবাজ খান

|

ছবি: সংগৃহীত।

বলিউডের একসময়ের তারকা দম্পতি আরবাজ খান ও মালাইকা আরোরা। দীর্ঘ দেড় যুগ ধরে সংসার করেছিলেন তারা। তাদের ঘর আলো করে এসেছিল পুত্র সন্তান। কিন্তু ১৮ বছরের সংসারের ইতি টানেন ২০১৭ সালে।

বিচ্ছেদের পর কাদা ছোঁড়াছুড়ি করেননি আরবাজ- মালাইকা। আইন মোতাবেক আলাদা হয়ে যান। ছেলে আরহান মালাইকার কাছে থাকলেও দায়িত্ব পালন করছেন দু’জনেই। আবার স্বামী-স্ত্রী সম্পর্কটা না থাকলেও বন্ধুত্ব ধরে রেখেছেন এ প্রাক্তন দম্পতি।

মালাইকার সাথে বিচ্ছেদ নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খোলেন আরবাজ। তিনি বলেন, আমার ছেলে আরহানের জন্য এটি একটি কঠিন পদক্ষেপ ছিল। যদিও সেই সময়ে মালাইকার ডিভোর্স হওয়া খুব জরুরি ছিল। ছেলের জন্য সর্বদা প্রস্তুত রয়েছেন জানিয়ে আরবাজ বলেন, এখন মালাইকা আমার সাথে নেই। কিন্তু আজও আমি আমার ছেলের জন্য সবসময় প্রস্তুত। আরহানের হেফাজত মালাইকার কাছে থাকতে পারে, তবে আমি ওর কাস্টডি পাওয়ার জন্য কখনও লড়াই করিনি। কারণ আমার বিশ্বাস, একজন মায়ের চেয়ে ভালো করে তার সন্তানকে আর কেউ বড় করতে পারে না। এই অবস্থায় আরহানের লালন-পালন নিয়ে কোনও প্রশ্নই তুলেতে পারি না।

আরবাজ-মালাইকার বিচ্ছেদের সময় তাদের সন্তান আরহানের বয়স ছিল ১২ বছর। আগে থেকেই তিনি বুঝতে পেরেছিলেন, বাবা-মায়ের মধ্যকার সম্পর্কে টানাপোড়েন চলছে। এজন্য বিচ্ছেদের ঘটনা তার কাছে বড় কিছু ছিল না বলে জানান আরবাজ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply